Home » মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধ

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ১৮১ ভিউস

শহিদুল ইসলাম শহিদ :সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের *১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে* মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার  (৩০ নভেম্বর ) সকাল ৯টায় সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। তারা ব্যানার হাতে দাঁড়িয়ে নিজেদের দীর্ঘদিনের অবহেলিত দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার। চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দায়িত্ব পালন করলেও আমাদের ন্যায্য গ্রেড বাস্তবায়ন হচ্ছে না। অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে, নইলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

এ সময় তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।বক্তব্য রাখেন* সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের নেতৃবৃন্দ।আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।