এনামুল সরদার, সাতক্ষীরা: সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃক আয়োজিত এ রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, ডাঃ জয়ন্ত সরকার এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুব প্রমুখ।
কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এতে একজন মানুষের জীবন বাঁচে এবং সমাজে সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়। তারা আরও বলেন, বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে মানবিক কাজে অংশ নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি আগামীতেও চলমান থাকবে।
