Home » সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও পিয়ন অপসারণের দাবিতে দলিল লেখকদের ধর্মঘাট

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও পিয়ন অপসারণের দাবিতে দলিল লেখকদের ধর্মঘাট

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৭৩ ভিউস

শহিদুল ইসলাম শহিদ , সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা ও আওয়ামী লীগের দোসর অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।

দলিল লেখকগণ অভিযোগ করে গনমাধ‍্যম কর্মীদের বলেন, রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক মহাসিন খান দলিল লেখকদের সাথে বারংবার দুর্ব্যাবহার ও বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতির কারণে সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
অভিযোগ করে তারা আরো বলেন, দূর্নীতিবাজ অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে তারা জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে দলিল লেখকগণ ১৮ নভেম্বর জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার নিকট অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের বিষয়ে কথা বললে, জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা জানান বিভাগীয় কর্মকর্তা (আই আর ও) বিষয়টি হস্তক্ষেপ করছেন।
এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার সাংবাদিকদের বলেন সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুব উল্লাহ তাকে মিথ্যুক বলে অভিহিত করেন এবং পিয়ন মহাসিনকে পিটিয়ে মারার হুমকি দেন। দলিল লেখকগণ জানান সে মূহুর্তে জেলা রেজিস্ট্রার উত্তেজিত হয়ে দলিল লেখকদের তার রুম থেকে চলে যেতে বলেন।
সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ তাৎক্ষণিকভাবে সভা ডেকে সর্বসম্মতিক্রমে অফিস সহায়ক মহাসিন খান ও তার পক্ষপাতী হওয়ায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা)র অপসারণের দাবিতে রবিবার ২৩ নভেম্বর- হতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন। উক্ত বিষয়ে দলিল লেখক বৃন্দ হাফিজা হাকিম রুমা ও পিয়ন মহাসিন এর আইনগত ব‍্যাবস্থার জন্য মহা পরিদর্শক নিবন্ধন এর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।