Home » ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিসচা সাতক্ষীরা শাখার  র‍্যালি ও আলোচনা  সভা

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিসচা সাতক্ষীরা শাখার  র‍্যালি ও আলোচনা  সভা

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৬২ ভিউস
শহিদুল ইসলাম শহিদ , সাতক্ষীরা : নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাফল্য, সংগ্রাম ও গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার  (১ ডিসেম্বর ) বিকাল ৪ টায় শহরের পলাশপোলস্থ নিসচার অস্থায়ী কার্যালয়ে  আলোচনা সভায়  সভাপতিত্ব করেন নিসচা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সহকারী  অধ্যাপক নূর মোহাম্মদ পাড়  এবং সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা এবং বিএনপি’র  প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা  সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম ঈদুজ্জামান  ইদ্রিস, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া সুলতানা, কার্যকরী সদস্য শেখ আব্দুল আলিম, আব্দুল মান্নান, হাফেজ আবুল হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান, এসএম রবিউল ইসলাম, আব্দুস সালাম পান্না, হাবিবুল্লাহ বাহার, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কামাল উদ্দিন সরদার, মোঃ আতিকুজ্জামান, মোঃ আতিয়ার রহমান, মোঃ এনামুল হক, মোঃ কামাল হোসেন, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
আলোচনা সভার পূর্বে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে আলোচনা সভায় স্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। জনসচেতনতা ও কার্যকর উদ্যোগই পারে দুর্ঘটনা রোধ করতে। সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক নিয়ম মানতে হবে।”
অনুষ্ঠানে জেলা নিসচার  বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ভূমিকাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
আলোচনা শেষে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তিতে দোওয়া ও সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।