Home » জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ২২ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সাতক্ষীরা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক  নূর মোহাম্মদ পাড়ের সভাপতিত্বে এবং মীর আবু বকরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা আবুল কালাম বাবলা,নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপি সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি,মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের  পি পি আলমগীর আশরাফ,জে লা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,সা বেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান, নিসচা সাতক্ষীরা শাখার সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।

বক্তারা বলেন, “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের মাধ্যমে সবার মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ ও পথচারীদের সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অসুস্থ কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু সাঈদ বিশ্বাস, কার্যকরী সদস্য এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, জিএম সোহরাব হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান  সদস্য মোঃ আব্দুল মান্নান,  মোঃ হাফিজুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, নাজমুল আলম মুন্না, মোঃ আতিয়ার রহমান, মোহাম্মদ আতিকুজ্জামান, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, আলমগীর হায়দার , মোহাম্মদ রুহুল আমিন, মোঃ অহিদুজ্জামান, আবির হোসেন লিয়ন, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা ইফতেখার আলী, শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।