Home » সাতক্ষীরায় বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল

সাতক্ষীরায় বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৭০ ভিউস

শহিদুল ইসলাম শহিদ: সাতক্ষীরায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কালো ব্যাজ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদরা আমাদের গণতন্ত্রের পথ দেখিয়েছে। তাদের রক্তের জন্য আমরা আজ স্বাধীনভাবে চলছি। ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করেছে। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় বিদায় হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। এই আন্দোলনে ছাত্র জনতার সাথে বিএনপি’র বহু নেতা কর্মী শহীদ হয়েছেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, যুগ্ম আহবায়ক ডাঃ মনিরুজ্জামান মনি। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। পরে মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।