Home » সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৭৬ ভিউস
শহিদুল ইসলাম শহিদ  : সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটি (ডিআরএসসি) উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৪টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল  ইসলাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবহান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শাহাবুদ্দিন মোল্লা, নিরাপদ সড়ক চাই  সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, বিআরটিএ এর  সহকারী  পরিচালক  ওসমান সরোয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জেলা শহরের যানজট নিরসনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো-
বাস স্ট্যান্ড থেকে খুলনা গামী বাস নারিকেল তলা মোড়ে থামবে।
শ্যামনগর ও কালীগঞ্জ গামী বাস তুফান মোড়ে থামবে এবং আশাশুনি গামী বাস  প্রেসক্লাব সংলগ্ন শিশুমেলা দোকানের সামনে থামবে। সাতক্ষীরা পৌরসভার লাইসেন্সকৃত ইজিবাইক ছাড়া গ্রাম থেকে আসা কোন ইজিবাইক পৌরসভার ভিতরে ঢুকতে পারবে না। পৌরসভার রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত হয়।
এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সড়ক নিরাপত্তা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।