শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের আয়োজনে সোমবার বিকালে শহরের গণমুখী মাঠে জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, বিএনপি বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন। বিএনপি’র সহযোগী সংগঠন হিসেবে মহিলা দল সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে মহিলা দল অগ্রণী ভূমিকা রাখবে।পরে তিনি অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া,সদর উপজেলা মহিলা দলের সভাপতি আনজু মনোয়ারা, সাধাঃ সম্পাদক নাসিমা পারভীন, পৌর মহিলা দলে সভাপতি উম্মে কুলসুম,সাধাঃ সম্পাদক জোহরা খাতুন রিক্তা,সাংগঠনিক সম্পাদক ফাতেমা খাতুন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বৃক্ষরোপন করা হয়। পরে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১৪
পূর্ববর্তী পোস্ট