৮
শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৫০০ পিস ভারতীয় ট্যাবলেট সহ ১৯ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার (২৪ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে ঊনিশ লক্ষ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৫/১১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলীর ঘের নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে।কালিয়ানী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৯/১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় নামক স্থান হতে ৫০০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১৩,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কলাবাড়ি ও শশ্বানঘাট নামক স্থান হতে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন গোয়াখালি নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট ১৯,৩৫,০০০/- (ঊনিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী ও মাদক মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।