Home » সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদন্ড ও  জরিমানা

সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদন্ড ও  জরিমানা

সাতক্ষীরায় মরা গরু পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদন্ড ও  জরিমানা

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৭৬ ভিউস
ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
সাতক্ষীরায় মরা গরু  পাচারের সময় এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা  জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড  প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৭ জুলাই)  বেলা ১১ টা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমান আদালত পরিচাল করেন। আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের পুত্র করিমুল ইসলাম ও একই উপজেলার  খর্ণিয়া গ্রামের হেকমোতউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন। ঘটনা সুত্রে জানা যায়, অভিযুক্তরা গতকাল রাতে সাতক্ষীরা হতে মরা গরু নিয়ে সাতক্ষীরা হতে খুলনায় যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাশ সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ শহরের ইটাগাছা পুলিশ ফাড়িতে তাদের আটক করে নিয়ে আসে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন। আটকৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, যে সাতক্ষীরা কামালনগরের  গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মরা গরু ব্যবসায়ীর সাথে জড়িত। আমরা শুধু তাদের কথামতো মরা গরু সরবরাহ করি।
 নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন,  অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে।
 এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিলো।

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।