Home » সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ১৪৮ ভিউস
শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে দুটি মোটর সাইকেল চুরি হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার বাসিন্দা আব্দুল গফুরের পুত্র সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিসের বাড়িতে।
সাধারণ ডাযেরী সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তার বাসার সামনে নিজস্ব কালো  রঙের হিরো স্পিলিন্ডার (যার রেজিস্ট্রেশন নং— সাতক্ষীরা হ ১৮—৩২৬৪ ও ভাড়াটিয়া মোঃ আব্দুস ছামাদের লাল হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নং— সাতক্ষীরা হ ১৫—৬৮৫৩ মোটর সাইকেল ২টি রাখা ছিলো। পরবর্তীতে ১৭ নভেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস বাসার বাইরে এসে দেখেন, উভয় মোটরসাইকেলই চুরি হয়ে গেছে। অনেক খেঁাজাখুঁজির পরও মোটরসাইকেল দুটি পাওয়া যায়নি। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরীতে অন্তর্ভুক্ত করেছে। সাধারণ ডায়েরী নং ১০৬৭, তারিখ: ১৭ নভেম্বর ২০২৫। সাতক্ষীরার বিশিষ্টজনেরা ও স্থানীয়রা জানান শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে  উদ্বেগ প্রকাশ করেছেন ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।