Home » সাতক্ষীরায় ১৩ দফা দাবি আদায়ে আইনজীবী সমাবেশ

সাতক্ষীরায় ১৩ দফা দাবি আদায়ে আইনজীবী সমাবেশ

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৪১ ভিউস

শহিদুল ইসলাম শহিদ  : সাতক্ষীরায় আইনজীবীদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ও সাধারণ আইনজীবীগনের আয়োজনে রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলার কনফারেন্স রুমে জজ আদালতের বিজ্ঞ জিপি এড অসিম কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বারের সাবেক সভাপতি এড সালাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড আলমগীর আশরাফ,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড আকবর আলী, সদস্য সচিব এড নূরুল আমিন, সদস্য এড এবিএম সেলিম,এড হাছিব,এড ফিরোজ হোসেন,এড সুনীল কুমার,এড আইয়ুব আলী,এড সোহরাব হোসেন প্রমুখ। উল্লেখ্য যোগ্য দাবি হলো,সঞ্চয় তহবিল মাসিক ৭,০০০/- টাকা বহাল ও নতুন আইনজীবীদের জন্য সঞ্চয় তহবিল সমপরিমান করতে হইবে।মহামান্য হাইকোর্টের প্রাকটিসরত আইনজীবীদের আইনজীবীদের নিয়মিত সদস্য রাখতে হবে।গঠনতন্ত্রের অনুযায়ী যুগ্ম সম্পাদক এড আলহাজ্ব মোঃ নুরুল আমিনের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে দিতে হবে। সাবেক আহবায়ক এড সন্তুনাথ সিংহের আমলের অডিট রিপোর্ট সাধারন সভায় প্রকাশ করতে হবে।বারের সকল ছাপার কাজ প্রকাশ্য টেন্ডার দিতে হবে।যুগ্ম সম্পাদককে না জানিয়ে গোপনে ছাপার ও কেনাকাটা করায় সাধারন সম্পাদক গঠনতন্ত্র লঙ্ঘন করেছে।ওয়ার্কার্স পার্টির নেতা এড এম শাহ আলমের সকল অনিয়ম, দূর্ণীতি, টাকা তছরুপের বিচার করতে হবে।সরকারি কৌশুলি চলাকালিন সরকারি দায়িত্ব পালনে বাধা, অপমানিত করায় সাধারন সম্পাদক এড শেখ এমদাদুল ইসলামের পদত্যাগ করতে হবে।এসময় আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এড আছাদুজ্জামান আছাদ।

 

রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।