শহিদুল ইসলাম শহিদ: সাতক্ষীরায় ১৬ জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ,সহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন দেশ পেয়েছি। প্রথমে শিক্ষার্থীরা আন্দোলন আন্দোলন গণ আন্দোলন রূপ নেয়। দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়।জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাঁদের আদর্শেই অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।
সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা
১৩৭
