শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই হত্যাকান্ডের খুনিদের বিচার ও ১৭ বছর যাবত নির্যাতন, নিপীড়ন ও জনগনের ভোটাধিকার হরনের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।
এসম বক্তারা বলেন আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমান হয়েছে আ’লীগ সন্ত্রাসী সংগঠন। তারা জুলুম, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে। এসময় এনসিপির নেতাকর্মীদের উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেফতারের আহবান জানান বক্তারা।