Home » সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৩৮ ভিউস
শহিদুল ইসলাম শহিদ  :  পরিবার কল্যাণ পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রেক্ষিতে সাতক্ষীরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা ভবন প্রাঙ্গণে এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের মাঠপর্যায়ের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করলেও এখনো সন্তোষজনক পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয়সহ ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি।
বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দ্রুত নির্দেশনা না দেয়া হলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে তারা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচির আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে কর্মসূচি জোরদার করা হবে। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমাল কুমার পাল,আবুল হাসান, মনিরুল ইসলাম, বিধান চন্দ্র মজুমদার, তবিবার রহমান, সরদার মেহেদী হাসান , সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা,অন্তরা আফরোজ , এফ ডব্লিউ এ সাহানাজ পারভীন,খাদিজাতুল কুবরা, তাহমিনা খাতুন, শাহানুর বেগম সহ ১৪ টা ইউনিয়নের পরিদর্শক ও এফ ডব্লিউ এ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।