২০
শহিদুল ইসলাম শহিদ : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ বোতল ভারতীয় মদসহ ঊনিশ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ বোতল ভারতীয় মদসহ ঊনিশ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক তিনটি এর আভিযানিক দল মেইন পিলার-২/৩ ও ৫ এস এবং মেইন পিলার-৩ এর ৬ এস হতে ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া ও লক্ষিদাড়ি নামক স্থান হতে ০৭ বোতল ভারতীয় মদসহ প্রায় ১,১৫,৫০০/- ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন হাড়দ্দা ইছামতি নদির পাড় নামক স্থান হতে ১৩,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় নামক স্থান হতে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি ও ১৪/৩ এস হতে আনুমানিক ১০০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বিএসপি পোস্ট ও বড়লী আমতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।সর্বমোট ১৯,০৫,৫০০/- (ঊনিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী ও মাদক মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
