১৯৫
শহিদুল ইসলাম শহিদ :নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় সাতক্ষীরায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মীর আবু বকর, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, শেখ আব্দুল মান্নান, জি এম সোহরাব হোসেন, শফিকুল ইসলাম, জাকির হোসেন জনি, মোঃ হাফিজ ও কামাল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সুস্থতা কামনায় এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি সমাজের অবহেলিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো সংগঠনের মানবিক দায়িত্বের অংশ বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
