Home » এ্যাড আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

এ্যাড আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ৪৪ ভিউস

শহিদুল ইসলাম শহিদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ্যাড আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের পাদদেশে এই দোয়া মাহফিলের আয়োজন করেন অ্যাডভোকেট আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এ্যাড আবুল হোসেনের ছেলে এ্যাড মোঃ শহীদ হাসান।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এ্যাড মোস্তফা জামান, এ্যাড সোহরাব হোসেন, এ্যাড মোঃ আরিফুল ইসলাম আলো, এ্যাড নজরুল ইসলাম, মোস্তফা হেলালুর রহমান, এ্যাড আব্দুল জলিল (৩), আ স ম শামসুদ্দোহা খোকন, এ্যাড শাহরিয়ার হাসিব, এ্যাড আব্দুস সালাম, এ্যাড ইমরান শাওন, মমতাজুর রহমান, এ্যাড বায়েজিদ প্রমুখ।

এ্যাড বাহারুল ইসলাম দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে  বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সকলে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন।অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিএনপি সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।