Home » জাতীয়  সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের  মতবিনিময় 

জাতীয়  সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের  মতবিনিময় 

কর্তৃক ZiIViMuKc
০ মন্তব্য ১৬০ ভিউস
শহিদুল ইসলাম শহিদ , সাতক্ষীরা :জাতীয়  সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব  নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত অধিকার, সংগঠনের কার্যক্রম জোরদার, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের কল্যাণমূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে উন্মুক্ত মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব মোঃ জাফরুল্লাহ, অর্থ সচিব মোঃ সানবীর হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সচিব মোঃ মহসিন উদ্দিন।
এ সময় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক ক্লাব  নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের আগমনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে সমন্বয় করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রিলেটেড পোস্ট

মতামত দিন


আমাদের সম্পর্কে

জাতীয় সাপ্তাহিক চাকরির প্রত্যাশিত প্রিয় পত্রিকা পয়গাম একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশক

সম্পাদকঃ এস এম মহিদার রহমান

প্রধান কার্যালয়

আঞ্চলিক অফিস

© ২০২৫ পয়গাম । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।