৪৪
শহিদুল ইসলাম শহিদ , সাতক্ষীরা :বিদায়ী পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের সাথে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও জনবান্ধব আচরণের প্রশংসা করেন।
সভায় সাংবাদিকরা বলেন, “মনিরুল ইসলাম সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু দক্ষতার পরিচয়ই দেননি, পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করেছেন। তার কর্ম সাতক্ষীরাবাসীর কাছে অনুকরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী পুলিশ সুপারও তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের সহযোগিতা ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সাতক্ষীরার গণমাধ্যম কর্মীদের আন্তরিকতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস. এম. মহিদার রহমান এবং সাধারণ সম্পাদক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর। সমাজকল্যাণ সম্পাদক দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, ভাবনা জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জিএম সোহরাব হোসেন, সদর শাখার সভাপতি বিডি খবর পত্রিকার নূর মোহাম্মদ পাড়, সাধারণ সম্পাদক দৈনিক দেশ পত্রিক’র জেলা প্রতিনিধি আবিদুল হক মুন্না, সহ—সাধারণ সম্পাদক সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার মোঃ কামাল হোসেন, মোঃ জুবায়ের জামান প্রমুখ।
